ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে কাজ করছে সরকার

প্রকাশিত: ২০:৫২, ২১ ডিসেম্বর ২০২০

পাটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে কাজ করছে সরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র ও পাটমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বলেছেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বিশ্বের সেরা মানের পাট উৎপাদন করে। সেজন্যই পাটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে। রবিবার সচিবালয়ে বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের (বিজেএ) নেতাদের সঙ্গে আলোচনাকালে মন্ত্রী এ কথা বলেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আরজু রহমান ভূইয়াসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাটমন্ত্রী বলেন, ‘পরিবেশবান্ধব পাটের ব্যবহার বহুমুখীকরণ ও উচ্চমূল্য সংযোজিত পাটপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে পাটকাঠি থেকে চারকোল, কম্পোজিট জুট টেক্সটাইল, জুট জিও-টেক্সটাইল, উৎপাদনের মাধ্যমে পাট খাতে নতুন নতুন বহুমুখী পণ্য সংযোজিত হচ্ছে। তবে কাঁচাপাট রফতানিতে সরকার বাধা প্রদান করবে না।’ তিনি বলেন, ‘এই খাতের নানামুখী সমস্যা সম্পর্কে সরকার সচেতন রয়েছে। বর্তমান সরকারের গৃহীত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে পাট খাতের রফতানি বাজার সম্প্রসারণে পাট মন্ত্রণালয় কাজ করছে।’
×