ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কপোতাক্ষ নদে ক্রসড্যাম নির্মাণের দাবি

প্রকাশিত: ২০:৪৭, ২১ ডিসেম্বর ২০২০

কপোতাক্ষ নদে ক্রসড্যাম নির্মাণের দাবি

স্টাাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ যথাসময়ে ক্রসড্যাম নির্মাণ না করা হলে ফের পলি ভরাটে কপোতাক্ষ মরে যাবে এমন আশঙ্কা করছেন এলাকাবাসী। এ কারণে জরুরী ভিত্তিতে কপোতাক্ষ নদের পলি ব্যবস্থাপনায় অবিলম্বে ক্রসড্যাম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় খুলনা-পাইকগাছা সড়কের তালা সদরের ডাকবাংলোর সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। পানি কমিটি, তালা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগার, তালা বাজার বণিক সমিতি, পাখিমারা টিআরএম বিল কমিটি, জালালপুর, তালা সদর, খলিলনগর ও ইসলামকাটি ইউনিয়নবাসী এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল ইসলাম। মানববন্ধনে বক্তারা বলেন, কপোতাক্ষ নদের সঙ্গে প্রত্যক্ষভাবে প্রায় ২০ লাখ মানুষের জীবন-জীবিকা জড়িত। নদীতে দ্রুত ক্রসড্যাম নির্মাণ না করা হলে ফের পলি ভরাট হয়ে নদীর অকাল মৃত্যু হবে এবং ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্বিষহ জীবন-যাপন করতে হবে এলাকার মানুষের। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দার, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ।
×