ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ৪০ কক্ষ ভস্মীভূত

প্রকাশিত: ২০:৪৬, ২১ ডিসেম্বর ২০২০

গাজীপুরে ৪০ কক্ষ ভস্মীভূত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কোনাবাড়িতে রবিবার দুটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিভিন্ন মালামালসহ প্রায় ৪০টি কক্ষ পুড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি উত্তরপাড়া এলাকার স্থানীয় সম্ভু সরকারের টিনশেডের বাড়িতে রবিবার বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে মালামালসহ ওই বাড়ির ১২টি কক্ষ সম্পূর্ণভাবে ও আরও ৭টি কক্ষ আশিংকভাবে পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে একইদিন ভোর সাড়ে ৫টার দিকে মহানগরের কোনাবাড়ি থানাধীন দেউলিয়াবাড়ি বেলতলা এলাকার আলম মিয়ার টিনশেড বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মালামালসহ ১০টি কক্ষ পুড়ে যায়। টঙ্গী নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, রবিবার টঙ্গীর দত্তপাড়ায় চার তলা আবাসিক বাড়ির দোতলায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন দগ্ধ হয়েছেন। আহতদের টঙ্গী হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হচ্ছেন, শিউলি বেগম, শোভন, খোদেজা বেগম ও বুঙ্গা। জানা গেছে, ভোর ৫টার দিকে দত্তপাড়া মাদ্রাসার কাছে করিম মৃধার বাড়িতে আগুনের ঘটনাটি ঘটে। তখন বাসার সবাই ঘুমিয়ে ছিলেন। ফ্ল্যাটের রুমগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে ঘুমন্ত লোকজন আগুনের তাপে আগুন লাগা টের পান। হাতিয়া নিজস্ব সংবাদদাতা হাতিয়া থেকে জানান, আগুন লেগে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। রবিবার ভোরে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চৌমুহনী বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, আগুনে বাজারের মর্জিনা ক্লথ স্টোর , ইয়াসিন স্টোর, আল আমিন স্টোর, আনোয়ার টেলিকম ও ফরিদের লেপ দোকান ভস্মীভূত হয়। পোল্ট্রি দোকানের হারিকেন থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
×