ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু আজ

প্রকাশিত: ২০:২৭, ২১ ডিসেম্বর ২০২০

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা তোলা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের লেনদেন আজ সোমবার থেকে শুরু হবে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, ‘এন’ ক্যাটাগরিতে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু হবে। গত ২৩ সেপ্টেম্বর পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। কোম্পানিটির শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা পুঁজি উত্তোলন করবে। পুঁজিবাজার থেকে উত্তোলন করা টাকা বীমা কোম্পানিটি পুঁজিবাজার ও এফডিআর’এ বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট। বিএসইসি জানায়, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৪২ পয়সা। আর ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৫৮ পয়সা।
×