ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওশানার প্রতিবেদন

আমাজনের বর্জ্যে পরিবেশ দূষণ হচ্ছে

প্রকাশিত: ২০:১৯, ২১ ডিসেম্বর ২০২০

আমাজনের বর্জ্যে পরিবেশ দূষণ হচ্ছে

বিশ্বখ্যাত অনলাইন শপিং সাইট আমাজনের প্লাস্টিকবর্জ্যে পানি দূষণ মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। চলতি বছর প্রতিষ্ঠানটির চার শ’ ৬৫ মিলিয়ন পাউন্ডেরও বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। সম্প্রতি সমুদ্র বিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান ওশানার একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ওশানার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ওই প্লাস্টিক বর্জ্যরে মধ্যে রয়েছে প্লাস্টিক বক্স, প্লাস্টিক লাইন্ড পেপার ও অন্যান্য জিনিসিপত্র। আমাজন একটি মার্কিন বাণিজ্য কোম্পানি। এর সদর দফতর ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেটভিত্তিক খুচরা বিক্রেতা। অলাভজনক প্রতিষ্ঠান ওশানা জানায়, ‘আমাজনের প্লাস্টিকজনিত সমস্যা রয়েছে। ২০১৯ সালে সমুদ্র অঞ্চল থেকে আমাজনের অন্তত ২২.৪৪ মিলিয়ন পাউন্ড প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়।’-ইউপিআই
×