ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিক্ষোভরত কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন মোদি

প্রকাশিত: ২০:১৯, ২১ ডিসেম্বর ২০২০

বিক্ষোভরত কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন মোদি

ভারতের নতুন কৃষি আইন নিয়ে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৫ ডিসেম্বর বিজেপি দলীয় সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মবার্ষিকীতে এ মতবিনিময় করবেন তিনি। শনিবার বিজেপির এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উত্তরপ্রদেশের আড়াই হাজারেরও বেশি স্থানে কৃষক সংলাপ আয়োজনের কথাও জানিয়েছে বিজেপি। এর জন্য যাবতীয় প্রস্তুতিও জোরদার করা হয়েছে। উত্তরপ্রদেশ বিজেপি প্রধান স্বতন্ত্র দেব সিং এবং দলের নেতা রাধা মোহন সিং রাজ্যের বিভিন্ন অংশের দলীয় কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন। রাধা মোহন সিং দাবি করেছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দরিদ্র ও কৃষকদের কল্যাণে নিবেদিতপ্রাণ। দেশটিতে কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লী সীমান্তে চলমান কৃষক আন্দোলন ২৫ দিনে গড়িয়েছে। এ সময়ে ৩৩ কৃষক মৃত্যুবরণ করেছেন। কিন্তু নতুন কৃষি আইন নিয়ে বিরোধীরা মিথ্যাচার করে বেড়াচ্ছে।
×