ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

থাই রাজ অবমাননা আইন সংশোধনের আহ্বান জাতিসংঘের

প্রকাশিত: ২০:০১, ২০ ডিসেম্বর ২০২০

থাই রাজ অবমাননা আইন সংশোধনের আহ্বান জাতিসংঘের

কঠোর রাজ অবমাননা আইন সংশোধন করতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গত কয়েক সপ্তাহের মধ্যে এই আইন অন্তত ৩৫ জন এ্যাক্টিভিস্টের বিরুদ্ধে ব্যবহার হয়েছে। এর মধ্যে ১৬ বছর বয়সীরাও রয়েছেন। এই আইনের ব্যবহার অবিলম্বে বন্ধ করতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়। শুক্রবার এই আহ্বান জানানো হয়। থাইল্যান্ডের রাজ অবমাননা আইনটি বিশ্বের সবচেয়ে কঠোর আইন হিসেবে পরিচিত। ঠিক কোন কোন বিষয় অবমাননাকর বিবেচিত হবে, বিতর্কিত ওই আইনে তা সুনির্দিষ্ট করা হয়নি। -আল জাজিরা
×