ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাইডেন প্রশাসনকে সহযোগিতার প্রস্তাব চীনের

প্রকাশিত: ২০:০০, ২০ ডিসেম্বর ২০২০

বাইডেন প্রশাসনকে সহযোগিতার প্রস্তাব চীনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেনের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বেজিংয়ের বহু মার্কিন সমালোচক দুই দেশের মধ্যে বিরোধের পরিস্থিতি সৃষ্টি করছেন এবং উভয় দেশের সাধারণ স্বার্থকে অবজ্ঞা করছেন। আগামী ২০ জানুয়ারি বাইডেন ক্ষমতা গ্রহণের পর বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনৈতিক শক্তি পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনায় ফিরবে বলেও আশা প্রকাশ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে ভয়াবহ অবনতি হয়েছে। পরস্পরের পণ্য শুল্ক আরোপ, করোনাভাইরাস ছড়ানোর জন্য চীনকে দায়ী করা, মেধাসস্বত্ত্ব চুরিসহ নানা ইস্যুতেই দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। -বিবিসি
×