ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাইট টেরর

প্রকাশিত: ২২:৪৬, ১৯ ডিসেম্বর ২০২০

নাইট টেরর

*কখনও কখনও আপনার সন্তান রাত্রি বেলা ভুল বকতে বকতে ঘুম থেকে জেগে উঠে। চোখ বড় বড় করে চেয়ে থাকে, ডাকলেও শুনতে পায় না। তারপর আবার ঘুমিয়ে পড়ে। সকালে উঠে রাতের কথা আর কিছুই মনে থাকে না। একে আমরা ‘নাইট টেরর’ বলে থাকি। * আবার দুঃস্বপ্নেও ঘুম ভাঙ্গে। সকালে সে রাতে যা ঘটেছে তা বলতে পারে। এটা বেশ খারাপ। * কিন্তু ‘নাইট টেরর’ খারাপ নয়। * ঘুমের সাইকেলের অসুবিধার কারণে এরকম ঘটে থাকে। * তেমন কোন চিকিৎসা দরকার হয় না। এটা আপনা আপনি ঠিক হয়ে যায়। * ঘুমের মধ্যে অনেকে আবার হেঁটে বেড়ায়। এটাও ‘নাইট টেরর’। * প্রতি রাতে যখন ব্যাপারটা ঘটছে তার ১৫ মিনিট আগে তাকে ঘুম থেকে ডেকে তুলে দিলে এক সপ্তাহের মধ্যে অসুখ সেরে যায়। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×