ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সবজির দাম কমলেও বেড়েছে ভোজ্যতেলের

প্রকাশিত: ২২:৪৪, ১৯ ডিসেম্বর ২০২০

রাজধানীতে সবজির দাম কমলেও বেড়েছে ভোজ্যতেলের

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিত্যপণ্যের বাজারে শাক-সবজির দাম কমলেও বেড়েছে ভোজ্যতেলের। সরবরাহ বাড়ায় টিসিবির ট্রাকসেলে প্রতিকেজি আমদানিকৃত পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ২০ টাকায়। দেশী মাছের সরবরাহ বেড়েছে বাজারে। ব্রয়লার ও দেশী মুরগির দাম কিছুটা কমেছে। চালের দাম উর্ধমুখী। ডাল, চিনি ও আটার দাম স্থিতিশীল রয়েছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, ফকিরাপুল বাজার, কাপ্তান বাজার, খিলগাঁও সিটি কর্পোরেশন মার্কেট এবং মালিবাগ রেলগেট কাঁচা বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বাজারের ‘হটকেক’ খ্যাত পেঁয়াজ এখন সবচেয়ে কমদামে বিক্রি হচ্ছে বাজারে। সবচেয়ে বেশি কমেছে আমদানিকৃত তুরস্ক, মিসর ও চীনের পেঁয়াজের দাম। সরকারী বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা টিসিবির ট্রাকসেলে প্রতিকেজি চীন পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ২০ টাকায়। এছাড়া খুচরা বাজারে এসব পেঁয়াজ ৩০-৩৫ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা। টিসিবির ট্রাকসেলে পেঁয়াজ কেনার দীর্ঘলাইন এখন আর দেখা যায় না। এতে করে যে কেউ এখন টিসিবির কম দামের পেঁয়াজ কিনতে পারছেন। এছাড়া বাজারে উঠতে শুরু করেছে নতুন মুড়িকাটা ও পাতা পেঁয়াজ। এ কারণে দেশী পেঁয়াজ ৫০-৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ফকিরাপুল বাজারের পেঁয়াজ বিক্রেতা ফজল জনকণ্ঠকে বলেন, বাজারে এখন পেঁয়াজের দাম অনেক কম। এক মাস আগেও এসব পেঁয়াজের দাম চড়া ছিল। এখন দাম অর্ধেক কমে ৩০-৪০ টাকার মধ্যে নেমে এসেছে। পেঁয়াজের দাম কমে আসায় বাজারে স্বস্তি বিরাজ করছে।
×