ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নবান্নের পিঠা

প্রকাশিত: ২০:৪২, ১৯ ডিসেম্বর ২০২০

নবান্নের পিঠা

হলুদ রঙের শাড়ি পরে নবান্ন আজ ঘরে ঘরে ধুম পড়েছে পিঠার; খাচ্ছে চাষি কুলশি, কুলি ছিট, আন্দাশা, চন্দ্রপুলি ঘ্রাণ ছড়িয়ে মিঠার। বানাচ্ছে কেউ ভাপা, পুলি, কেউবা কাটা, ভাজা-কুলি, চুটকি, চটা, চাপড়ি; নকশি, নাড়ু, গোটা, মুঠি মনভরা, ফুল, মেরা, রুটি সবজিকুলি, হাফরি। পিঠার আড্ডা দিচ্ছে চাষি সবার মুখে ফুটছে হাসি ফোককা, পাপন, খেয়ে; মালাই, পাতা, ডালিম, গজা, খাচ্ছে শিশু করছে মজা পাটিসাপটা পেয়ে। চিকন, চিতই, ঝিনুক, চালা মসলা, পাকন, সেমাই, ছালা, হরেকরকম আছে; ঝিনুক, ঝুরি, খায় বিরানি সফল চাষির খেত নিড়ানি দুঃখ নেই আর কাছে।
×