ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এক টাকায় মিলছে শিক্ষা উপকরণ

প্রকাশিত: ২০:২৭, ১৯ ডিসেম্বর ২০২০

এক টাকায় মিলছে শিক্ষা উপকরণ

সংবাদদাতা, মঠবাড়িয়া, ১৮ ডিসেম্বর ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদী তীরবর্তী জেলে পল্লীর শিশুদের জীবনযাত্রার মান উন্নয়ন ও করোনার সময়ে শিক্ষা ব্যবস্থা চলমান রাখায় এক টাকায় শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য মিনি মার্কেট কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভোলমারা জেলে পল্লীতে এ এক টাকার মিনি মার্কেট কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ মিনি মার্কেট কর্মসূচীর উদ্বোধন করেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদাস মজুমদার। তরুণ কবি মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, প্রবীণ জেলে চাঁন মিয়া হাওলাদার, কৃষক মারুফ হোসেন, হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চন্দ্র মিস্ত্রি প্রমুখ।
×