ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শীতের সঙ্গে হাসপাতালে বাড়ছে রোগী ॥ যশোরে দ্বিগুণ

প্রকাশিত: ২০:২৬, ১৯ ডিসেম্বর ২০২০

শীতের সঙ্গে হাসপাতালে বাড়ছে রোগী ॥ যশোরে দ্বিগুণ

স্টাফ রিপোর্টার যশোর অফিস ॥ শীতের প্রকোপে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। চিকিৎসকরা বলছেন, শীতে ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত কারণে শিশুরা দ্রুত ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়। গত এক সপ্তাহে পূর্বের সাতদিনের তুলনায় হাসপাতালের শিশু ও সংক্রামক ওয়ার্ডে দ্বিগুণ রোগী ভর্তি হয়েছে। সর্দি, কাশি, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত শিশুদের মা-বাবারা চিকিৎসার জন্য সরকারী হাসপাতালে ছুটে আসলেও প্রাথমিক চিকিৎসা শেষে অধিকাংশ অভিভাবক তাদের শিশুদের বেসরকারী ক্লিনিকে নিয়ে ভর্তি করছেন। তবে, কেউ কেউ বাধ্য হয়ে সরকারী হাসপাতালে রেখে শিশুকে চিকিৎসা করাচ্ছেন। ভর্তি হওয়া এবং বহির্বিভাগের সেবা নেয়া শিশুদের ৭৫ শতাংশই ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত। যশোর আড়াই শ’ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস সামাদ জানান, অভিভাবকদের অসচেতনতার কারণেই অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে।
×