ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যত্রতত্র যারা আবর্জনা ফেলেন তারা নগরে বসবাসের অযোগ্য ॥ চসিক প্রশাসক

প্রকাশিত: ২০:২৫, ১৯ ডিসেম্বর ২০২০

যত্রতত্র যারা আবর্জনা ফেলেন তারা নগরে বসবাসের অযোগ্য ॥ চসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ যত্রতত্র আবর্জনা যারা ফেলেন তারা নগরে বসবাসের অযোগ্য। কিছু লোক তাদের ইচ্ছামাফিক যেখানেসেখানে ময়লা ফেলবে, এটা হতে পাওে না। এ ধরনের কার্যক্রম বেআইনী। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন ভোরে নগরীকে পরিচ্ছন্ন রাখতে আবর্জনা পরিষ্কার এবং রাস্তা ঝাড়ু দেবে, আর অসচেতন নাগরিক ময়লা ফেলে খাল ভরাট করে ফেলবে; এটা মেনে নেয়া যায় না। খালের পাশের অভিযুক্ত বাসিন্দাদের দিয়ে নিচ খরচে পরিষ্কারের পাশাপাশি জরিমানা করা হবে। শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও ফরিদারপাড়া তালতলা সংলগ্ন এলাকায় খাল থেকে আবর্জনা অপসারণ কাজ পরিদর্শনকালে কথাগুলো বলেন সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। এদিন ঘণ্টা দুয়েকের মধ্যে অপসারণ করা হয় প্রায় ১০ টন আবর্জনা। এ সময় তিনি পুরো এলাকা ঘুরে দেখে নাগরিক সমস্যা চিহ্নিত করার পাশাপাশি এর সমাধানে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা নিজাম উদ্দীন নিজু, স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, শওকত হোসেন, গোলাম মহিউদ্দীন বাবুল, গোলাম আয়াছ, শহিদুল আলম, লুৎফে আজিম রেনেসাঁ ও সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ মোরশেদুল আলম চৌধুরী প্রশাসকের সঙ্গে ছিলেন।
×