ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাটোরে আগুনে পুড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

প্রকাশিত: ২০:২০, ১৯ ডিসেম্বর ২০২০

নাটোরে আগুনে পুড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৮ ডিসেম্বর ॥ নাটোর সদর উপজেলায় আগুনে পুড়ে শিল্পী খাতুন (৩৫) নামে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের তেঘরিয়া কদমতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিল্পী একই এলাকার চৌধুরীর মেয়ে। বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওছমান গণি ভুইয়া জানান, ভোরে শিল্পী খাতুন তার নিজের কক্ষে ঘুমাচ্ছিলেন। এ সময় বিদ্যুতের শর্টসার্কিটে ঘরে আগুন লেগে মুহূর্তে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে শিল্পীর সারা শরীর পুড়ে যায়। পরে অগ্নিদগ্ধ শিল্পী খাতুনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বাঁশখালীতে ২৬ ঘর ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা বাঁশখালী থেকে জানান, চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ২৬ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা জেলে পল্লীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬ জেলে পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। এ সময় আগুন নিভাতে গিয়ে বিভিন্নভাবে আহত হয় ১৫ জন। জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে একের পর এক জেলে পরিবারগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা তীব্রতর হয়ে উঠায় এবং রাস্তাঘাট অনুন্নত হওয়ার কারণে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় মুহূর্তের মধ্যে ২৬ জেলে পরিবারের জাল, টাকা ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
×