ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে বেহাল সড়ক

প্রকাশিত: ২০:১৯, ১৯ ডিসেম্বর ২০২০

সোনারগাঁয়ে বেহাল সড়ক

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, ১৮ ডিসেম্বর ॥ সোনারগাঁয়ের তালতলা বাজার হতে বারদী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৬ কিমি সড়কে খানাখন্দে ভরা। প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। একটু বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাসস্ট্যান্ড হতে বারদী ইউনিয়নের বারদী বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটি গত জুন মাসে সংস্কার করা হয়েছে। ৬ মাসের মধ্যেই সড়কটি খানাখন্দ সৃষ্টি হয়। এতে এ সড়কে চলাচলরত যাত্রবাহী বাস, আটোরিক্সা, কাভার্ডভ্যান, ট্রাকসহ অন্যান্য ভারি যানবাহন উল্টে মৃত্যুর ঘটনাও ঘটছে। এলাকাবাসীর অভিযোগ, কাভার্ডভ্যান ও ট্রাকসহ ভারি যানবাহন চলাচলের কারণে বড় বড় গর্ত হয়েছে। সড়ক ও জনপথের কিছু অসাধু কর্মকর্তাদের কারণে ঠিকাদাররা নামমাত্র সংস্কার কাজ করছেন। এতে দ্রুত সড়কের ইট-সুরকি ও পিচ ঢালাই উঠে যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দ্রুত সংস্কারের দাবি যাত্রী ও চালকদের। বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জহিরুল হক বলেন, স্থানীয় এমপি লিয়াকত হোসেন খোকা সড়কটি স্থায়ীভাবে মেরামতের জন্য বড় ধরনের অর্থ বরাদ্দ দিচ্ছেন। দ্রুত সড়কটি মেরামত হবে বলে আশ্বাস দিয়েছেন। সড়ক ও জনপথ অধিদফতরের নারায়ণগঞ্জ অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুর ছাত্তার শেখ বলেন, সড়কটির অবস্থা অনেক খারাপ। আমাদের লোক পরিদর্শন করেছে। এ সড়কটি দ্রুত সংস্কারের জন্য আমরা কাজ করছি।
×