ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুয়েট ভিসির পিএসের স্ত্রী মুচলেকা দিয়ে মধ্যরাতে মুক্ত

প্রকাশিত: ২০:১৮, ১৯ ডিসেম্বর ২০২০

কুয়েট ভিসির পিএসের স্ত্রী মুচলেকা দিয়ে মধ্যরাতে মুক্ত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) বিভিন্ন পদে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বড় অঙ্কের অর্থ গ্রহণ করে তা অত্মসাতের অভিযোগে কুয়েটের ভিসির ব্যক্তিগত সহকারী (পিএস) এসএম সাইফুল্লাহ পলাশের স্ত্রী দিলারা জাহান পায়েলকে (৩০) আটক করে ভুক্তভোগীরা। খবর পেয়ে কেএমপি’র আড়ংঘাটা থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় তেলিগাতি এলাকার একজনের বাড়ি থেকে তাকে থানা হেফাজতে নিয়ে আসে। কিন্তু এ বিষয়ে কেউ মামলা না করায় এবং আগামি ৬ মাসের মধ্যে টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মধ্যরাতে থানা থেকে মুক্তি পান ওই নারী। ভুক্তভোগী একাধিক ব্যক্তি জানান, মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা দিলারা জাহান পায়েল তার স্বামীর মাধ্যমে কুয়েটে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে কয়েক লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু তাদের চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন। পরে বৃহস্পতিবার তাকে আটক করা হয়। ওইদিন সন্ধ্যায় অড়ংঘাটা থানা পুলিশে দেয়া হয়। কুয়েট সূত্রে জানা গেছে, চাকরি দেয়ার নামে কিছু কর্মকর্তা-কর্মচারী ও তাদের স্বজনরা বড় অঙ্কের অর্থ গ্রহণ করে তা অত্মসাত করেছে মর্মে বিশ্বস্ত সূত্রে অভিযোগ পাওয়ার পর কুয়েট প্রশাসনের পক্ষ থেকে গত ২১ সেপ্টেম্বর খানজাহান আলী থানায় একটি জিডি করা হয়। যার নং ৯৮০। অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার জানান, পূর্বে কয়েকটি অভিযোগের ভিত্তিতে কয়েকজনের বিরুদ্ধে কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীতে লিখিত কোন অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
×