ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওস্তাদ করিম শাহাবুদ্দিনের চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড ২০২০ অর্জন

প্রকাশিত: ২৩:৫৫, ১৮ ডিসেম্বর ২০২০

ওস্তাদ করিম শাহাবুদ্দিনের চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড ২০২০ অর্জন

সংস্কৃতি ডেস্ক ॥ চারুকেশী রাগে বাংলা খেয়াল (আজাদ রহমান সৃষ্ট ) পরিবেশন করে, উচ্চাঙ্গ সঙ্গীতে (কণ্ঠ) ১৫তম ঐক্য চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড -২০২০ অর্জন করলেন ওস্তাদ করিম শাহাবুদ্দিন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাভাষা ও সাহিত্যে স্নাতক সম্পন্ন করার পর, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নজরুল ও উচ্চাঙ্গ সঙ্গীতে অধ্যয়ন করেন। অধ্যয়নকালীন তিনি সমগ্র ভারতে নজরুল সঙ্গীতে প্রথম এবং উচ্চাঙ্গ সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে গোল্ড ও ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত হন । এছাড়াও তিনি-পণ্ডিত অরুণ ভাদুড়ি, ওস্তাদ এ. দাউদ এবং ওস্তাদ মশকুর আলী খানের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নেন। নজরুল সঙ্গীতে তালিম নেন-প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাছে। ওস্তাদ করিম শাহাবুদ্দিনকে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান সঙ্গীতের বিভিন্ন উপাধিতে ভূষিত করেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- মনীন্দ্র সঙ্গীত তীর্থ (কলকাতা) থেকে ২০০২ সালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অমিতাভ লালা কর্তৃক ‘সংগীতাচার্য’, ২০০৪ সালে ছবিতীর্থ (হুগলি) থেকে ‘পণ্ডিত’ এবং ২০২০ সালে নজরুল একাডেমি (বাংলাদেশ) থেকে ‘ওস্তাদ’ উপাধি লাভ করেন। এ পর্যন্ত ওস্তাদ করিম শাহাবুদ্দিনের চারটি নজরুল এবং তিনটি উচ্চাঙ্গ সঙ্গীতের এ্যালবাম প্রকাশিত হয়েছে । উল্লেখ্য, ওস্তাদ করিম শাহাবুদ্দিনের গাওয়া নজরুল সঙ্গীত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে বর্তমানে পাঠ্য ।
×