ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ মুক্তি পাচ্ছে ‘একজন মহান পিতা’

প্রকাশিত: ২৩:৫৪, ১৮ ডিসেম্বর ২০২০

আজ মুক্তি পাচ্ছে ‘একজন মহান পিতা’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের কালজয়ী অধ্যায় নিয়ে নির্মিত মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘একজন মহান পিতা’ ১৮ ডিসেম্বর দেশব্যাপী বিভিন্ন হলে মুক্তি পাচ্ছে। বুধবার চলচ্চিত্রটি সেন্সরবোর্ড কর্তৃক ছাড়পত্র পায়। নির্মাতা সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকার বাইরে বেশ কিছু হলে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। এর মধ্যে বগুড়ার ‘মম ইন সিনেপ্লেক্স’, নওগাঁর আত্রাইয়ের ‘সেভেন স্টার সিনেপ্লেক্স’, খুলনার ‘চিত্রালী’, ময়মনসিংহের ‘পূরবী’, নাভারণ যশোরের ‘তুলি’, ইশ্বরগঞ্জের ‘সোনালী’, নাগরপুরের ‘ফাল্গুনী’, টাঙ্গাইলের মধুপুরের ‘মাধবী’ এবং ফুলবাড়ীর অবকাশ সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। দ্বিতীয় সপ্তাহে রাজধানী ঢাকার একাধিক হলে চলচ্চিত্রটি মুক্তি পাবে। সেক্ষেত্রে হলের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। ‘একজন মহান পিতা’ চলচ্চিত্রের গবেষণা, কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বরেণ্য নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন। চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফার সৈয়দ রাশিদুল হাসান। বঙ্গমাতা সাংস্কৃতিক জোট নিবেদিত চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক শেখ শাহ আলম। চলচ্চিত্রে অভিনয় করেছেন মির্জা আফরিন, হিমেল রাজ আলভী সরকার, শেখ শাহ আলম, শ্যামল কান্তি নাগ, রাশেদুল ইসলাম রাজিব, রাকিব হোসেন, সাজু আহমেদ, রাশেদ রেহমান, আব্দুর রাজ্জাক খোকন সাগরিকা মণ্ডল, সৃষ্টি মির্জা এবং একটি বিশেষ চরিত্রে নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন। চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন বলেন আমাদের মুক্তিযুদ্ধে রাজাকার হানাদার দ্বারা নিপীড়িত নারীদের যুদ্ধ পরবর্তী পরিস্থিতি তুলে ধরা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটি গঠনে তখন জাতির পিতা অক্লান্ত পরিশ্রম করছিলেন। অন্যদিকে বীরাঙ্গনা নারীদের পুনর্বাসন করা ছিল একটি চ্যালেঞ্জ।
×