ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ নিহত ২

প্রকাশিত: ২৩:১৬, ১৮ ডিসেম্বর ২০২০

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ নিহত ২

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার রামারবাগ এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলার সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক শিশুসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। নিহতরা হলো শিশু জিসান (৯) ও গার্মেন্টস কর্মী রাজ্জাক মিয়া (৩২)। একই ঘটনায় আহতরা হলো শাকিব (১০) ও সাঈদা বেগম (৩৫)। আহত দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ জানান, রামারবাগ এলাকার মৃত হাসান খানের মালিকানাধীন তিনতলা বাড়ির নিচতলার সেপটিক ট্যাংকে গ্যাস জমে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে। এতে ওই ট্যাংকের উপরের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এছাড়াও একটি কক্ষের দেয়াল ভেঙ্গে কক্ষটি বিধ্বস্ত হয়। এ সময় ট্যাংকের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশু জিসান, গার্মেন্টস কর্মী রাজ্জাক মিয়া, শাকিব ও সাঈদা বেগম আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে শিশু জিসান ও রাজ্জাককে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসনে জানান, বিস্ফোরণের ঘটনায় শিশুসহ দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছে। আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন। কক্ষের দেয়াল ও দরজা ভেঙ্গে যায়। বিস্ফোরণের সময় ওই কক্ষে কেউ ছিল না। তারা গ্রামের বাড়িতে গেছেন।
×