ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে রিভিশন মামলা

প্রকাশিত: ২৩:১৬, ১৮ ডিসেম্বর ২০২০

ওসি প্রদীপসহ ২৯ জনের বিরুদ্ধে রিভিশন মামলা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মেজর (অব) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলার চার্জশীটভুক্ত অন্যতম আসামি প্রদীপ কুমার দাশ শুধু টেকনাফেই নয়, টাকার লোভে পূর্বের কর্মস্থলেও একাধিক ব্যক্তিকে হত্যা করেছে। মহেশখালী থানায় দায়িত্ব পালনকালেও একাধিক ব্যক্তিকে ক্রসফায়ারের নামে খতম করে দিয়েছে। এ রকম এক ভুক্তভোগী সাবেক ওসি প্রদীপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ২৯ জনের বিরুদ্ধে মহেশখালীতে ‘ক্রসফায়ারে’ আবদুস সাত্তার হত্যা মামলাটি বিচারের জন্য গ্রহণ করতে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। হত্যার শিকার আবদুস সাত্তারের স্ত্রী হামিদা আক্তার বাদী হয়ে সোমবার রিভিশন মামলা দায়ের করেন। রিভিশন আবেদনের সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মেজর (অব) সিনহা হত্যাকাণ্ডের অন্যতম আসামি কারাগারে থাকা প্রদীপ কুমার দাশ মহেশখালী থানার ওসি থাকাবস্থায় তার নেতৃত্বে ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি সকালে মহেশখালী হোয়ানক পূর্ব মাঝেরপাড়ার আবদুস সাত্তারকে ক্রসফায়ারে হত্যা করে। এ ঘটনায় নিহত আবদুস সাত্তারের স্ত্রী হামিদা আক্তার মহেশখালী থানায় হত্যা মামলার এজাহার দায়ের করতে গেলে ওসি প্রদীপ কুমার দাশ সে এজাহার নেয়নি। পরে ওসি প্রদীপ কুমার দাশ অজ্ঞাতনামা আসামি দেখিয়ে নিজের থানায় একটি মামলা দায়ের করে। মহেশখালী থানা হামিদা আক্তারের এজাহার না নেয়ায় তিনি হাইকোর্টের শরণাপন্ন হন। পরে হাইকোর্ট হামিদা আক্তারের এজাহার মামলা হিসেবে নেয়ার জন্য মহেশখালী থানাকে নির্দেশ দেয়। কিন্তু রাষ্ট্রপক্ষ ‘অতি উৎসাহী’ হয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রীমকোর্টের আপীল বিভাগে লিভ টু আপীল পিটিশন দায়ের করে বলে রিভিশন মামলায় উল্লেখ করা হয়। পরে আপীল বিভাগ হাইকোর্টের আদেশটি স্থগিত করে লিভ টু আপীল পিটিশনসহ আবারও শুনানি করার জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে নথি পাঠিয়ে দেয়। এ রিভিশন মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন মহেশখালীর সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, এসআই হারুন-উর রশিদ, এসআই ইমাম হোসেন, এসআই মনিরুল ইসলাম, এসআই সাহেদুল ইসলাম, এএসআই আজিম উদ্দিন, হোয়ানকের মোঃ ফেরদৌস, মোস্তফা কামাল, নুরুল কবির বদাইয়া, আবুল হাশেম, জাগির হোসেন গুরাবাশি, আহসান উল্যা, আক্তার হোসেন নুনু, আজিজুল হক আলম, গোলাম কুদ্দুস, মির কাসেম, নুরুল আলম বাইল্ল্যা, আজিজুর রহমান, নুর হাশেম, ফরিদ আহম্মদ, ফিরোজ আহমদ শামীম, কাইসারুল কবির, মিজানুর রহমান, জসিম উদ্দিন, আবদুর রহিম, মোঃ জালাল, হুমায়ুন, সরোয়ার ওরফে ছইল্যা ও কাদির বকসুসহ ২৯ জন। উল্লেখ্য, রিভিশন মামলাটিয় রাষ্ট্রকে প্রতিপক্ষ করা হয়েছে।
×