ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেপুটি এ্যাটর্নি জেনারেল রুপার ব্যাংক হিসাব তলব করেছে দুদক

প্রকাশিত: ২৩:১৫, ১৮ ডিসেম্বর ২০২০

ডেপুটি এ্যাটর্নি জেনারেল রুপার ব্যাংক হিসাব তলব করেছে দুদক

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন আসামির জামিন করিয়ে দিতে অর্থের লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডেপুটি এ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কারাবন্দী ঠিকাদার জি কে শামীমসহ অনেক অসামির জামিন করিয়ে দিতে অর্থ নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাই লেনদেনের তথ্য জানতে দেশের ৫৬ ব্যাংকে চিঠি দিয়েছে সংস্থাটি। চিঠিতে রুপার চলতি ও সঞ্চয়ী হিসাব, ডেবিট ও ক্রেডিট কার্ড, এফডিআরসহ যাবতীয় হিসাবের নথিপত্র চাওয়া হয়েছে। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত চিঠি সরকারী-বেসরকারী ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। দুদকের জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি ডেপুটি এ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। এবারের তলবি নোটিসে তাকে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্রসহ ২০২১ সালের ২৭ জানুয়ারি সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর রুপাকে চিঠি দেয় দুদক। সেই চিঠিতে তাকে ৪ নবেম্বর দুদকে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি থাকায় দুদকে হাজির হননি তিনি।
×