ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এএসআইসহ দুজন আহত

রাজধানীতে সন্ত্রাসী ও পুলিশের মধ্যে গুলিবিনিময়

প্রকাশিত: ২৩:১২, ১৮ ডিসেম্বর ২০২০

রাজধানীতে সন্ত্রাসী ও পুলিশের মধ্যে গুলিবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রায়েরবাজার এলাকায় পুলিশ ও সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের শহীদ সোহ্রাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত উজ্জ্বল হোসেন খান (২৮) মোহাম্মদপুরের রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই)। পুলিশের গুলিতে মাদক ব্যবসায়ী ইব্রাহিম চৌধুরী আহত হলে তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে গুলিভর্তি পিস্তল, ইয়াবা জব্দ করা হয়। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানান, মোহাম্মদপুরের বৈশাখী রোড এলাকার একটি বাসায় ইব্রাহিম নামে এক সন্ত্রাসী ও মাদক কারবারি অবস্থান করছে- এমন গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী ইব্রাহিম পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি এএসআই উজ্জ্বলের হাঁটুর ওপরে লাগে। পুলিশও পাল্টা গুলি চালালে মাদক কারবারি ইব্রাহিমের গায়ে লাগে। পরে তাকে একটি রিভলবার, ২০০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আহত দুজনকে সোহ্রাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ রওশানুল হক সৈকত জনকণ্ঠকে জানান, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইব্রাহিম চৌধুরীকে গ্রেফতার করতে তার বৈশাখী রোডের চারতলা বাড়ির দোতলায় অভিযান চালাতে যায় পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইব্রাহিম ও তার সহযোগীরা পালানোর চেষ্টা চালায়। এ সময় সন্ত্রাসী ইব্রাহিম ও তার সহযোগীদের সঙ্গে পুলিশের কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ী ইব্রাহিম হাতে থাকা পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এএসআই উজ্জ্বল হোসেন হাতে ও পিঠে গুলিবিদ্ধ হন। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে মাদক কারবারি ইব্রাহিম পায়ে গুলিবিদ্ধ হয়। এই সুযোগে ইব্রাহিমের সহযোগীরা পালিয়ে যায়। পরে ইব্রাহিমের কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল, ২০০ ইয়াবা জব্দ করা হয়। থানা পুলিশের টিমে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই উজ্জ্বল হোসেন, দুই পুলিশ কনস্টেবল ও এক আনসার সদস্য ছিলেন। ধস্তাধস্তিতে বাকি তিনজনও সামান্য আহত হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কিছুক্ষণ গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তায় থাকা পথচারীরা আতঙ্কে নিরাপদ স্থানে চলে যায়। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই রায়েরবাজার এলাকার অলি-গলিতে দিনরাত মাদক কেনাবেচা হচ্ছে। এলাকার বখাটে তরুণরা এই মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। আর তাদের মাদকের আড্ডায় এখানকার বাসিন্দারাও অতিষ্ঠ।
×