ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিঙ্গাপুরে অর্ধেক অভিবাসী শ্রমিক করোনায় আক্রান্ত !

প্রকাশিত: ০০:৪৮, ১৭ ডিসেম্বর ২০২০

সিঙ্গাপুরে অর্ধেক অভিবাসী শ্রমিক করোনায় আক্রান্ত !

জনকণ্ঠ ডেস্ক ॥ সিঙ্গাপুরে প্রায় অর্ধেক অভিবাসী শ্রমিক গত নয় মাসে কোন এক সময় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার গ্রুপ। সিঙ্গাপুরে বিদেশ থেকে যাওয়া অস্থায়ী শ্রমিকদের অবস্থার উন্নয়নে কাজ করা এনজিও ‘ট্রানজিন্ট ওয়ার্কার্স কাউন্ট টু’র (টিডব্লিউসি২) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বিডিনিউজের। প্রতিবেদনে বলা হয়, গত ৯ মাসে প্রায় এক লাখ ৫২ হাজার বিদেশী শ্রমিক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। যা মোট বিদেশী শ্রমিকের প্রায় ৪৭ শতাংশ। অথচ বিদেশী শ্রমিকদের বাদ দিলে সিঙ্গাপুরে চার হাজারের কম মানুষের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। সিঙ্গাপুরে গত এপ্রিলে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়। তারপর থেকে বড় বড় ডরমেটরিতে গাদাগাদি করে থাকা অভিবাসী শ্রমিকদের সাধারণ মানুষ থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হয়। বর্তমানে দেশটির সাধারণ মানুষের মধ্যে এবং ডরমেটরিগুলোতে সংক্রমণের গতি কমে এসেছে এবং তা প্রায় শূন্যের কাছে পৌঁছে গেছে। ফলে দেশটির সরকার সম্প্রতি সাধারণ মানুষের জন্য বেশি কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে। কিন্তু বিদেশী শ্রমিক যারা মূলত নির্মাণ ক্ষেত্র এবং নানা উৎপাদন কারখানায় অত্যন্ত কম বেতনে কাজ করেন তাদের স্বাধীনভাবে চলাচলের ওপর নিষেধাজ্ঞা এখনই উঠছে না। এজন্য তাদের আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সিঙ্গাপুরের বেশিরভাগ বিদেশী শ্রমিক দক্ষিণ এশিয়ার দেশ থেকে যাওয়া। টিডব্লিউসি২-র ভাইস প্রেসিডেন্ট এ্যালেক্স আউ বলেন, ‘বিদেশী শ্রমিকদের সঙ্গে কারাবন্দীদের মতো আচরণ করে সিঙ্গাপুর খুবই অন্যায় করছে। অনেকেই প্রায় আট মাস ধরে আটকা পড়ে আছেন।’
×