ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পাচ্ছে মডার্নার টিকা

প্রকাশিত: ২৩:০৫, ১৭ ডিসেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পাচ্ছে মডার্নার টিকা

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে এবার অনুমোদন পাওয়ার পথে এগুচ্ছে কোভিড-১৯ এর দ্বিতীয় টিকা। মার্কিন জৈবপ্রযুক্তি কোম্পানি মডার্নার টিকা নিরাপদ এবং ৯৪ শতাংশ কার্যকর বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। আর এতেই জরুরী ব্যবহারের জন্য ওই টিকা অনুমোদন পাওয়ার পথ সুগম হয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড এ্যান্ড ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) মডার্নার টিকা বিশ্লেষণ করে মঙ্গলবার সকালেই এর বিস্তারিত বিবরণ দিয়েছে। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার্সের। এদিকে বিশ্বে বুধবার পর্যন্ত ৭ কোটি ৪১ লাখ ৮৫ হাজার ১৭২ জনের করোনা সংক্রমণ হয়েছে। মারা গেছে ১৬ লাখ ৪৯ হাজার ২৭৭ জন। সুস্থ হয়ে উঠেছে ৫ কোটি ২১ লাখ ১১ হাজার ৭৭১ জন। এখনও চিকিৎসাধীন আছে দুই কোটি তিন লাখ ৪৩ হাজার ৯৮ জন। যাদের মধ্যে এক লাখ ৭ হাজার ২৩২ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৮৭ হাজার ৩১৩ জন নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে। একদিনে মারা গেছে ১২ হাজার ৬৯৮ জন। এদিকে মার্কিন এফডিএর প্রতিবেদনে বলা হয়েছে, এই টিকার নিরাপত্তা নিয়ে কোন উদ্বেগ নেই এবং এর মারাত্মক কোন পার্শ্ব প্রতিক্রিয়াও বিরল। ফলে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকার প্রয়োগ শুরু হওয়ার পর এবার কয়েকদিনের মধ্যেই মডার্নার টিকাও অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। ফ্রান্সে সান্ধ্যকালীন কার্ফু জারি ॥ ফ্রান্সে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জারি করা ‘স্টে-এ্যাট-হোম’ আদেশের মেয়াদ শেষ হওয়ার পর সান্ধ্যকালীন কার্ফু দেয়া হয়েছে। মঙ্গলবার ‘স্টে-এ্যাট- হোম’ আদেশের মেয়াদ শেষ হওয়ার পর ফ্রান্সের লোকজন স্বাধীনভাবে ঘুরতে বেরিয়েছিলেন, কারণ এতদিন তারা শুধু সীমিত সময়ের জন্য এবং কেনাকাটা, ব্যায়াম ও অন্যান্য জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি পেয়েছেন- বাকি সময় বাড়িতেই অবস্থান করতে হয়েছে তাদের। জার্মানিতে নতুন বিধিনিষেধ ॥ কোভিড-১৯ সংক্রমণের উর্ধগতিতে লাগাম টানার চেষ্টায় স্কুল ও প্রয়োজনীয় নয় এমন ব্যবসায়িক কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে কঠোর লকডাউন পর্বে প্রবেশ করেছে জার্মানি। দেশটিতে এসব বিধিনিষেধ ১০ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। বড়দিনের সময় এ বিধিনিষেধ সামান্য শিথিল থাকবে; সেসময় একটি পরিবার সর্বোচ্চ চার জন পর্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়কে আমন্ত্রণ জানাতে পারবে। যুক্তরাষ্ট্রে একদিনেই ২ লাখ ৪৮ হাজার আক্রান্তের রেকর্ড ॥ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দেশটিতে নতুন করে ২ লাখ ৪৮ হাজার ৩৫ জন মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। এ মাসেই আসছে অক্সফোর্ডের টিকা ॥ এ মাসেই আসছে অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা। এ বছরই এটির প্রয়োগ শুরু হবে। এমন আশাবাদ জানিয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাক্সিনোলজি বিভাগের প্রধান প্রফেসর সারাহ গিলবার্ট। তিনি বলেন, বড়দিনের আগেই টিকাটি বাজারে চলে আসবে। তবে করোনাভাইরাস মোকাবেলার জন্য বিভিন্ন কোম্পানির অনেক রকম টিকার প্রয়োজন হতে পারে। দামের দিক থেকে অক্সফোর্ডের টিকাটি অন্য সব টিকার চেয়ে সস্তা হবে। সবচেয়ে নিরাপদ ইরানের টিকা ॥ ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা বিষয়ক মন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, তার সরকার ইরানী জনগণের জন্য করোনাভাইরাসের সবচেয়ে নিরাপদ টিকা সরবরাহ করবে। রাজধানীতে এক অনুষ্ঠানে নামাকি এ ঘোষণা দেন।
×