ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার স্বপ্ন পূরণ

প্রকাশিত: ২০:৫৪, ১৭ ডিসেম্বর ২০২০

স্বাধীনতার স্বপ্ন পূরণ

বিজয় একটি ছোট্ট শব্দ হলেও এর মহত্ত্ব কিন্তু ছোট নয়। এই শব্দের অনেক তাৎপর্য অনেক। ১৯৭১ ডিসেম্বর ১৬ একটি তারিখ নয় শুধু, এই তারিখের পেছনে লুকিয়ে আছে তিরিশ লাখ কিংবা তারও অধিক জীবনের গল্প। এত ত্যাগ, বিসর্জনের মধ্য দিয়ে একটি বাংলাদেশ রচিত হয়েছে। যে দেশের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি। রবীন্দ্রনাথের এই বাংলাদেশ প্রেম ছাড়াও এই বাংলার প্রতি অনেকের প্রেম ছিল। এই বাংলায় বঙ্গবন্ধু ছিল, ছিল সুফিয়া কামাল, জাহানারা ইমাম। এই বাংলায় সোহরাওয়ার্দী, ভাসানীর মতো মানুষ ছিল। এই বাংলায় ছিল কাজী নজরুল, জসিম উদ্দিন, আব্বাসেরা। তাদের এই বাংলার প্রতি ভালবাসা যেভাবে ছিল সেভাবে এ সময় এ প্রজন্মের কতটুকু আছে সেটা আমার বোধগম্য। তবে এখানে অনেক কারণও আছে। তখন সে সময়ের প্রেক্ষাপট এবং বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। আজ আমাদের এই সোনার বাংলা স্বাধীন। এই দেশ এখন স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। কিন্তু এই দেশে তরুণ প্রজন্মের মূল্যায়ন যেন একদমই কম। যার কারণে এদেশের বেশিরভাগ তরুণ-যুবসমাজ বেকার। আর এই বেকারত্ব থেকে এরা চাঁদাবাজি, সন্ত্রাসী, চুরি এসব করা শুরু করে। অনেকেই মাদকাসক্ত এবং মাদকের ব্যবসায় জড়িয়ে পড়ে। শুধু তা-ই নয়, আজ বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যাও অধিক। নেই পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ, নেই সরকারের সদিচ্ছা। যার কারণে আজ আমাদের দেশে পড়ালেখা করেও হাজার হাজার শিক্ষার্থীর কোন কর্মসংস্থানের সুযোগ মেলে না। তারা কর্মসংস্থানে সুযোগ না পেয়ে চলে যায় ধ্বংসের পথে। অনেক সময় তারাই দেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাদের মধ্যে অনেকে তখন জীবনের তাগিদে নোংরা এবং ঘৃণ্যতম কাজ বেছে নেয়, যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। তারা মাদক সেবনে আসক্ত হয়ে পড়ে, অনেক সময় হয়ে উঠে দেশের জন্য বিপদগামী। তাদের বেকারত্বের সুযোগ নিয়ে কতিপয় মহল তাদের হীন উদ্দেশ্যে ব্যবহার করছে। এ সবকিছু দেশের গবেষক, বুদ্ধিজীবীরা আমার চাইতে বেশ সুন্দর জানেন। কিন্তু কতটা এই সেক্টর নিয়ে কাজ করছেন! এ সকল কারণেই এ প্রজন্ম বিজয়ের স্বাদ পায় না। তাই বর্তমান সরকারের কাছে এ প্রজন্মের প্রত্যাশা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থান তৈরি করে দেয়া। যাতে কোন শিক্ষিত বেকার দেশের বোঝা হয়ে না থাকে। কোন শিক্ষিত ছেলে যেন কর্মসংস্থানের অভাবে অনৈতিক কাজে জড়িয়ে না পড়ে। তবেই প্রজন্ম বিজয়ের স্বাদ পাবে। খুলশী, চট্টগ্রাম থেকে
×