ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ২৩:২৬, ১৫ ডিসেম্বর ২০২০

আজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জননন্দিত রাজনীতিক, চট্টল বীরখ্যাত আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর মঙ্গলবার। ২০১৭ সালের এই দিনে তিনি সুন্দর এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। তিনি চট্টগ্রামের হ্যাটট্রিক মেয়র। এছাড়া বর্তমান সরকারী দল আওয়ামী লীগের চট্টগ্রামের অভিভাবক। তার বিভিন্ন কর্মকাণ্ড মৃত্যুর আগেও যেমন প্রশংসিত ছিল, তেমনি মৃত্যুর পরে তা ব্যাপকভাবে আরও প্রশংসা কুড়িয়েছে। আজ জনপ্রিয় এই রাজনীতিকের ৩য় মৃত্যুবার্ষিকীতে তার পরিবার, দল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা ও স্মরণসভা। এছাড়া রয়েছে এতিমখানা ও বিভিন্ন দরগায় দুস্থদের মাঝে খাবার বিতরণ। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় ব্যাপক সমাবেশ ঘটবে এমন কর্মসূচী সীমিত করা হয়েছে বলে জানিয়েছে দলীয় ও পারিবারিক সূত্র। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে এবিএম মহিউদ্দিন চৌধুরী দলকে নেতৃত্ব দিয়েছেন দুই যুগেরও বেশি সময় ধরে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পর পর তিন বার মেয়র ছিলেন তিনি।
×