ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজয়ের আগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল ॥ ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ২৩:১১, ১৫ ডিসেম্বর ২০২০

বিজয়ের আগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল ॥ ওয়ার্কার্স পার্টি

স্টাফ রিপোর্টার ॥ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে পাক হানাদার বাহিনীর দোসর রাজাকার, আলবদর, আলসামস বাহিনী নীলনক্সা অনুযায়ী বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। তাদের নীলনক্সা অনেকটা বাস্তবায়ন হলেও বাঙালী জাতি ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু প্রকৃতির বিচারে সবদিক থেকেই পিছিয়ে গেছে পাকিস্তান। সোমবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ওয়ার্কার্স পার্টির নেতারা শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।
×