ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাম রোবেলা ভ্যাকসিন

প্রকাশিত: ২৩:০৬, ১৫ ডিসেম্বর ২০২০

হাম রোবেলা ভ্যাকসিন

* দেশব্যাপী হাম রোবেলার ক্যাম্পেন চলছে। * ৯ মাস থেকে ১০ বছরের সব বাচ্চাকে হাম রোবেলা দিতে হবে। * ১২ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। * সরকারের উদ্দেশ্য হাম ও রোবেলা ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি করা। * আছে ৮৮%। বৃদ্ধি করে করা হবে ৯০% এর ওপরে। * অত্যন্ত প্রয়োজনীয় টিকা। * বিশেষ করে হামের জন্য প্রতি বছর বহু বাচ্চা মারা যায়। পুষ্টিহীনতাসহ অনেক জটিলতায় ভুগে। * রোবেলা মেয়ে সন্তানদের জন্য অতীব জরুরী। গর্ভধারণের বয়সে কোন মেয়ে যদি রোবেলা আক্রান্ত হয়। তবে তার গর্ভধারণ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। বিকলাঙ্গ সন্তান জন্ম দেয়। * তাই জরুরী হাম রোবেলা টিকা কর্মসূচী সফল করে তোলা। ডাঃ এটিএম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×