ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আর মাত্র একদিন পর চিলাহাটি- হলদিবাড়ি রেল রুট চালু

প্রকাশিত: ২৩:০৫, ১৫ ডিসেম্বর ২০২০

আর মাত্র একদিন পর চিলাহাটি- হলদিবাড়ি রেল রুট চালু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আর মাত্র এক দিন পর (১৭ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেল রুটের উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। তার পরই নতুন করে আঁকা হবে বাংলাদেশ ও ভারতীয় রেলের আরও একটি নতুন মানচিত্র। জানা গেছে, ইতোমধ্যেই দুই দেশ শুরু করেছে উদ্বোধনের প্রস্তুতি। শুরুতেই চলবে পণ্যবাহী ট্রেন। তাই বাংলাদেশের চিলাহাটি রেলস্টেশনে চলছে জোর প্রস্তুতি। ওয়াগনের একটি মালগাড়ি সাজানো হচ্ছে। ইঞ্জিনের সামনে লাগানো হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি দেয়া ফ্লেক্স। ফুল ও রঙিন কাপড়ে সাজানো হচ্ছে ইঞ্জিন ও গার্ডের কামরা। পাশাপাশি চিলাহাটি রেলস্টেশন চত্বরও সাজিয়ে তোলা হচ্ছে। স্থাপন করা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর উদ্বোধনের নামফলক। রবিবার বিকেলে শেষ পর্যায়ের প্রস্তুতির কাজ পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
×