ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি স্থগিত ঘোষণা

প্রকাশিত: ২৩:৩৯, ১৪ ডিসেম্বর ২০২০

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি স্থগিত ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ বেতন বৈষম্য দূরসহ চার দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের চলমান কর্মবিরতি কর্মসূচী স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ। রবিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মবিরতি কর্মসূচী স্থগিত ঘোষণা করেন এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক শেখ রবিউল আলম খোকন। দুই সপ্তাহের বেশি ধরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে অচল হয়ে পড়েছে টিকাদান কর্মসূচী, পরিবার-পরিকল্পনাসহ নানা কার্যক্রম। কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন করা হলেও স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে ছয় সপ্তাহব্যাপী হাম-রুবেলার টিকাদান কর্মসূচী মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারেনি স্বাস্থ্য অধিদফতর। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের সদস্য সচিব মোঃ ওয়াসি উদ্দীন রানা, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির প্রধান সন্বয়ক দিনেশ চন্দ্র মণ্ডল ও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান পান্না।
×