ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরীক্ষার আগে হল খুলে দেয়ার দাবি ঢাবি ছাত্রলীগের

প্রকাশিত: ২৩:৩৮, ১৪ ডিসেম্বর ২০২০

পরীক্ষার আগে হল খুলে দেয়ার দাবি ঢাবি ছাত্রলীগের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের সমাপনী পরীক্ষা নেয়ার আগে হল খুলে দেয়ার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা নেয়ার যাবতীয় ব্যবস্থারও দাবি জানিয়েছে সংগঠনটি। রবিবার বিকেলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন। এর আগে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে আবাসিক হল খুলে দিয়ে পরীক্ষা গ্রহণের আহ্বান জানান ছাত্রলীগ। এর আগে পরীক্ষা নেয়ার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
×