ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ

প্রকাশিত: ২৩:৩৭, ১৪ ডিসেম্বর ২০২০

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ

জনকণ্ঠ ডেস্ক ॥ আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা ৩৪ মিনিটে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হয়ে রাত ১২টা ৫৩ মিনিট শেষ হবে। তবে বাংলাদেশে এটি দেখা যাবে না। রবিবার আবহাওয়া অধিদফতর জানায়, সূর্যগ্রহণটি শুরু হবে জর্জ টাউন থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং শেষ হবে সেন্ট হেলেনা, এ্যাসেনসিওন দ্বীপ এবং ত্রিস্তান দ্য কুনহা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। সূর্যগ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাতটা ৩৪ মিনিটে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে আটটা ৩২ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে রাত ১০টা ১৩ মিনিট ৩০ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে রাত ১১টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে। সূর্যগ্রহণ শেষ হবে সোমবার রাত ১২টা ৫৩ মিনিটে। তবে, বাংলাদেশ থেকে দেখা না গেলেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে সূর্যগ্রহণটি। -আইএসপিআর
×