ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবিধানবিরোধী ফতোয়াবাজি নিষিদ্ধ করতে হবে ॥ ইনু

প্রকাশিত: ২৩:৩৬, ১৪ ডিসেম্বর ২০২০

সংবিধানবিরোধী ফতোয়াবাজি নিষিদ্ধ করতে হবে ॥ ইনু

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক মোল্লাদের ফতোয়াবাজি না, সংবিধান অনুযায়ী চলবে এমন মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সংবিধান বিরোধী ফতোয়াবাজি নিষিদ্ধ করতে হবে। রাষ্ট্রদ্রোহী ফতোয়াবাজদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তি দিতে হবে। রবিবার দলের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুকে মানি কিন্তু ভাস্কর্য মানি না-এই কথা বলে রাজনৈতিক মোল্লারা তাদের কথার সুর পাল্টালেও এদের ছাড় পাওয়ার, পার পাওয়ার কোন সুযোগ নাই এমন মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, সংবিধান-ভাস্কর্যের বিষয়ে কোন ছাড়, সমঝোতা, আপোস, মাঝামাঝি কোন পথ নাই। সংবিধানের কোন বিকল্প নাই, ভাস্কর্যেরও কোন বিকল্প নাই। বাংলাদেশ সংবিধান অনুযায়ী চলবে আর ভাস্কর্যও থাকবে। তিনি বলেন, বাংলাদেশের মুসলমানদের রাজাকার, রাজনৈতিক মোল্লা, ফতোয়াবাজদের কাছ থেকে নতুন করে ইসলাম শিখতে হবে না। জামায়াত, মুসলিম লীগ, নেজামে ইসলামী, হেফাজত, খেলাফত, মজলিশ, বাবুনগরি, মামুনুল, চরমোনাই পীরের মতো রাজনীতিক মোল্লা, ধর্মব্যবসায়ী, ফতোয়াবাজ, তেঁতুলমার্কা হুজুরদের জন্মের কয়েক শত বছর আগে থেকেই বাংলাদেশের মুসলমানরা মুসলমান। বাংলাদেশের মুসলমানরা পারিবারিকভাবেই দাদা-দাদি, নানা-নানি, আব্বা-আম্মার কাছ থেকে ধর্ম শিখে। ঘরে-মসজিদে-মক্তবে কায়দা, আমপারা, শিপারা, নামাজ পড়া, রোযা রাখা শিখে।
×