ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা ৬ মাস স্থগিত

প্রকাশিত: ২৩:৩৬, ১৪ ডিসেম্বর ২০২০

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা ৬ মাস স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এদিকে প্রায় সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারা অধিদফতরের সাময়িক বরখাস্ত হওয়া উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজনস) বজলুর রশিদের জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অন্যদিকে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহ করার অভিযোগে দায়ের করা মামলায় জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আবদুর রাজ্জাককে বিচারিক আদালতের দেয়া জামিন বাতিলের বিষয়ে হাইকোর্টের জারি করা রুলের ওপর শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত (স্ট্যান্ডওভার) মূলতবি করা হয়েছে। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। অন্যদিকে পাবনা থেকে নিজস্ব সংবাদদাতা জানান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পদে নিয়োগের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করেছে উচ্চ আদালত। রবিবার হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামানের আদালত এ স্থগিতাদেশ দিয়েছেন।
×