ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শর্ত সাপেক্ষে অনার্স মাস্টার্স পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২৩:৩৫, ১৪ ডিসেম্বর ২০২০

শর্ত সাপেক্ষে অনার্স মাস্টার্স পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার ॥ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত সাপেক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনার্স ও মাস্টার্স সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নিতে পারবে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে রবিবার ইউজিসির সঙ্গে ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কশিমনের (ইউজিসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় সভায় আরও ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মোঃ আবু তাহের, ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোঃ কামাল হোসেন প্রমুখ। ইউজিসি জানিয়েছে, করোনার কারণে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকি থাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ফেস টু ফেস শিক্ষা কার্যক্রমের বিকল্প হিসেবে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করলেও পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। এর ফলে শিক্ষার্থীদের একদিকে যেমন পাঠ্যবিষয় প্রস্তুত ও চর্চা করতে অনীহা রয়েছে, অপরদিকে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠান সম্ভব না হওয়ায় তারা হতাশায় ভুগছেন। এ অবস্থার অবসানে পরীক্ষা গ্রহণের উপযুক্ত উপায় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
×