ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লা টাউন হল সংস্কার দাবি

প্রকাশিত: ২২:২৭, ১৪ ডিসেম্বর ২০২০

কুমিল্লা টাউন হল সংস্কার দাবি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৩ ডিসেম্বর ॥ বহুল আলোচিত ১৩৫ বছরের পুরনো কুমিল্লা টাউন হল দেশের ইতিহাস-ঐতিহ্যের বিষয়। এটাকে না ভেঙ্গে সংস্কারের দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা। রবিবার দুপুরে নগরীর নজরুল এভিনিউ এলাকার একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ১৪ দলের জেলা সমন্বয়ক প্রবীণ রাজনীতিবিদ আফজল খান ও তার মেয়ে সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমাসহ পরিবারের বিরুদ্ধে এর আগে গত ৩ ডিসেম্বর দলের অপর একটি পক্ষ সংবাদ সম্মেলন করে শহরের মডার্ন হাইস্কুলের ৩০-৪০ কোটি ঠাকা আত্মসাৎসহ নানা অভিযোগ তুলে ধরেন। এর প্রেক্ষাপটে ১০ দিনের মাথায় পাল্টা সংবাদ সম্মেলন করেন আফজল খান কন্যা সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা। স্কুলের টাকা আত্মসাতের মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, ওই পক্ষের লোকজনের নেতৃত্বে শহরে এখন টেন্ডারবাজি ও দখলের রাজত্ব চলছে। যে কোন সভা-সমাবেশে আফজল খান ও পরিবারের বিরুদ্ধে অনাহুত মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।
×