ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী আজ

প্রকাশিত: ২২:১৩, ১৪ ডিসেম্বর ২০২০

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের শাহাদাতবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ মহান মুক্তিযুদ্ধের অন্যতম শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠের ৪৯তম শাহাদাতবার্ষিকী আজ সোমবার। স্বাধীনতার উষালগ্নে একাত্তরের এই দিনে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মরিয়া হয়ে উঠেছিলেন শত্রু নিধনে। সর্বক্ষণ একটাই চিন্তা পবিত্র মায়ের মাটি শত্রুমুক্ত করা। ১৪ ডিসেম্বর সম্মুখসমরে শহীদ হয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহর সংলগ্ন রেহাইচর বালুচরে। তিনি ছিলেন ৭নং সেক্টরের মোহদীপুর সাব-সেক্টর কমান্ডার। বীর মুক্তিযোদ্ধা এই সেনাবাহিনীর ক্যাপ্টেন পাকবাহিনীর শেষ প্রতিরোধ ব্যুহ ভেঙ্গে চূড়ান্ত বিজয় অর্জনের জন্য ঝড়ের বেগে এগিয়ে গিয়েছিলেন লক্ষ্যাভিমুখে। শত্রু নিধনের নেশায় মত্ত হয়ে উঠেছিলেন। নিজ হাতে একের পর এক গ্রেনেড ছুড়ে ধ্বংসের প্রলয় তুলে বাঙ্কারের পর বাঙ্কার গুঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যান তিনি। বিজয়ের গৌরবে আনন্দে আত্মহারা জাহাঙ্গীর চিৎকার করতে থাকে। ঠিক এই সময়ে এক বাঙ্কার থেকে লুকোনো শত্রুর প্রাণঘাতী বুলেট বিদীর্ণ করে দেয় মাথা থেকে শরীরের বিভিন্ন অংশ। বাংলার শ্রেষ্ঠ সন্তান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নিথর পবিত্র দেহ লুটিয়ে পড়ে মহানন্দার বালুময় তটে। শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠের মৃত্যুদিবস পালনে চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ আজ দিনভর কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে মুক্তিযোদ্ধা সমাবেশ, মাজারে পুষ্পস্তবক অর্পণ, কোরানখানি, মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভা ও গরিবদের মধ্যে খাদ্য বিতরণ।
×