ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় কাউন্সিল হবে ॥ ড. কামাল

প্রকাশিত: ২২:০৯, ১৪ ডিসেম্বর ২০২০

সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় কাউন্সিল হবে ॥ ড. কামাল

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে এক হচ্ছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণফোরামের দুপক্ষ। রবিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দলের মধ্যে এ যাবত যেসব বহিষ্কার পাল্টা বহিষ্কার হয়েছে, তা এখন থেকে অকার্যকর হিসেবে গণ্য হবে। চলমান সমস্যার সমাধানে জাতীয় কাউন্সিল হবে। সংবিধান বিশেষজ্ঞ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেনের স্বাক্ষরে তার সচিব শাহজাহানের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি গণফোরামের অভ্যন্তরে ভুল বোঝাবুঝির কারণে অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ভূত সমস্যার সমাধানকল্পে সকল সহকর্মীদের সঙ্গে নিয়ে গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দলের অভ্যন্তরে যে বহিষ্কার পাল্টা বহিষ্কার হয়েছে, তা অকার্যকর বলে গণ্য হবে’। ২০১৯ সালে ২৬ এপ্রিল গণফোরামের সর্বশেষ কাউন্সিল হয়। সেখানে একাদশ সংসদ নির্বাচনের আগে দলে যোগ দেয়া রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করা হয়।
×