ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনাকালে স্ক্রিন এ্যাডিকশন

প্রকাশিত: ২২:০৮, ১৪ ডিসেম্বর ২০২০

করোনাকালে স্ক্রিন এ্যাডিকশন

* পৃথিবীর নতুন সমস্যা স্ক্রিন এ্যাডিকশন। * লকডাউনে আরও তীব্রতর হলো। বন্দীদশা জীবন ও অনলাইন পড়াশোনার কারণে। * এখন মোবাইল অতি ব্যবহারকে এ্যাডিকশন বলা যাবে কিনা। * আর সব আসক্তির মতন- পাওয়ার আকাক্সক্ষা, টলারেন্স অর্থাৎ প্রথমে ২০, তারপর ৩০, তারপর ৬০ মিনিট- এভাবে ক্রমবর্ধমান চাহিদা। ডিপেন্ডডেনসি অর্থাৎ এর ওপরে সুতীব্র নির্ভরতা। * এই ৩ লক্ষণ স্ক্রিন এ্যাডিকশনে পরিলক্ষিত হয়। * এখন এসব সম্পর্কে মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের নতুন করে ভাবতে হচ্ছে। * যে বয়সটা সৃষ্টিশীলতা ও উন্নয়নমুখিতায় ভরপুর থাকবে, সে বয়সটা অলস কর্মবিমুখিতায় কাটিয়ে দিয়ে বাচ্চারা হয়ে যাচ্ছে শারীরিক ও মানসিকভাবে প্রায় অক্ষম জনগোষ্ঠী। * এখনই তাই সবাইকে ভাবতে হবে। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×