ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীনে ফিরছে পদ্মা সেতুতে স্প্যান বসানো ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’

প্রকাশিত: ২২:০৭, ১৪ ডিসেম্বর ২০২০

চীনে ফিরছে পদ্মা সেতুতে স্প্যান বসানো ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’

সংবাদদাতা, মুন্সীগঞ্জ, ১৩ ডিসেম্বর ॥ মুন্সীগঞ্জ থেকে চীনের উদ্দেশে রওনা দিয়েছে পদ্মা সেতুতে স্প্যান বসানো ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’। স্বপ্নের পদ্মা সেতুর ৪১টি স্প্যান সফলভাবে বহন করে ৪২টি পিয়ারের ওপর স্থাপন করা হয় এই ক্রেনের মাধ্যমে। রবিবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুতে দীর্ঘ তিন বছর ৯ মাস কাজ করার পর চীনে ফিরে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি ধারণক্ষমতার ভাসমান ক্রেনটি। ১০ ডিসেম্বর পদ্মা সেতুর ৪১তম স্প্যানটি ১২ ও ১৩নং পিয়ারের ওপর বসিয়ে ছয় হাজার ১৫০ মিটার সেতু দৃশ্যমান করার পর বিদায় নিল ক্রেনটি। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মোঃ আব্দুল কাদের জানান, তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার চীনের তৈরি ভাসমান ক্রেনটির দাম আড়াই হাজার কোটি টাকা। ২০১৭ সালের মার্চে পদ্মা সেতুর স্প্যান বসানোর জন্য আনা হয়। সেই বছরের ৩০ সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানোর পর থেকে একে একে চলতি বছরের ১০ ডিসেম্বর পর্যন্ত ৪১টি স্প্যান বসায় ‘তিয়ান-ই’। প্রতিমাসে এই ক্রেন বাবদ খরচ হয়েছে ৩০ লাখ টাকা। পদ্মা সেতুতে ৪৫ মাসে ক্রেনটি বাবদ খরচ হয়েছে সাড়ে ১৩ কোটি টাকা।
×