ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

’৭১’র ১৪ ডিসেম্বর ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় ॥ রওশন

প্রকাশিত: ২২:০৭, ১৪ ডিসেম্বর ২০২০

’৭১’র ১৪ ডিসেম্বর ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় ॥ রওশন

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের এইদিনে (১৪ ডিসেম্বর) বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হয়েছিল কলঙ্কজনক অধ্যায় উল্লেখ করে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে দখলদার পাকিস্তানী বাহিনী ও তার দোসররা পরাজয় নিশ্চিত জেনে মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা হত্যা করে জাতির অনেক কৃতী সন্তানকে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রবিবার দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। আমাদের জাতীয় জীবনের একটি শোকাবহ দিন ১৪ ডিসেম্বর উল্লেখ করে রওশন বলেন, একাত্তরের এইদিনে বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হয়েছিল এক কলঙ্কজনক অধ্যায়। বিরোধী দলীয় নেতা আরও বলেন, বলার অপেক্ষা রাখে না হত্যাকাণ্ডের শিকার হওয়া শহীদ বুদ্ধিজীবীরা তাদের মেধা, সৃজনশীলতা, জ্ঞান ও দক্ষতা দ্বারা স্বাধীন বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে পারতেন। কিন্তু ঘাতকদের নির্মমতায় তারা সেটি পারেননি। বিজয়ের চূড়ান্তক্ষণে শাহাদাতবরণকারী বৃদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা তাদের স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে পারব। শহীদ বুদ্ধিজীবী দিবসে সকলেই মিলেমিশে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসঙ্গে কাজ করে যাব- এমনই প্রত্যাশা করেন তিনি। অপর এক বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন। বেদনা-বিধুর এইদিনে বিনম্র শ্রদ্ধা আর পরম ভালবাসায় স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা মহান স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুইদিন আগে পাকিস্তানী বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন। গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি শহীদ পরিবারের সদস্যদের প্রতি।
×