ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাগাড় থেকে উদ্ধার

প্রকাশিত: ২১:২৫, ১৪ ডিসেম্বর ২০২০

ভাগাড় থেকে উদ্ধার

জার্মানির এক এয়ারপোর্ট থেকে ইসরাইলের উদ্দেশ্যে যাত্রা করা একজন ব্যবসায়ী প্রায় ৩ লাখ ৪০ হাজার ডলার মূল্যের একটি চিত্রকর্ম ভুলে ফেলে যান। ডুশেলডর্ফ পুলিশ জানান, সেই ব্যক্তি নবেম্বরের ২৭ তারিখ তেলআবিব পৌঁছে লক্ষ্য করেন যে যুভেজ তাঙ্গুইয়ের মূল্যবান চিত্রকর্মটি তিনি ফেলে এসেছেন। পর্রে যোগাযোগ করলে এয়ারপোর্ট কর্মীরা চিত্রকর্মটি বহনকারী বাক্সে তা খুঁজে পাননি। পরবর্তীতে তার ভাগ্নে চিত্রকর্মটি খুঁজতে বেলজিয়াম থেকে ডুশেলডর্ফ যান। মূল্যবান চিত্রকর্মটি রিসাইক্লিং- এর জন্য রাখা কাগজের ভাগাড় থেকে উদ্ধার করা হয়। -এপি
×