ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানকে আরও দেড়’শ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন

প্রকাশিত: ২০:২১, ১৪ ডিসেম্বর ২০২০

পাকিস্তানকে আরও দেড়’শ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন

পাকিস্তানকে ঋণের জাল থেকে উদ্ধার করতে আবারও অবিলম্বে ১৫০ কোটি ডলার আর্থিক সহায়তা দিচ্ছে চীন। সৌদি আরবের কাছে পাকিস্তানের দুইশ কোটি ডলারের ঋণ আছে। এক্ষেত্রে চীন যে আর্থিক সহায়তা দিচ্ছে সেখান থেকে ১শ কোটি ডলার পরিশোধ করা হবে সোমবার। বাকি ১শ কোটি জানুয়ারিতে শোধ করার কথা। খবর এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। এতে আরও বলা হয়েছে, পাক অর্থ মন্ত্রণালয় এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের সূত্রগুলো বলেছে, সৌদি আরবের ঋণ থেকে পাকিস্তানকে মুক্ত করতে গিয়ে উল্টো তাকে আবার আর্থিক সুবিধা দিচ্ছে চীন। সাধারণত স্টেট এডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সচেঞ্জ (এসএএফই-বা সেফ নামেই বেশি পরিচিত) থেকে চীন এ জাতীয় ঋণ দিয়ে থাকে। কিন্তু এবার সেখান থেকে পাকিস্তানকে তারা ঋণ দিচ্ছে না। আবার এই ঋণ বাণিজ্যিক ঋণও নয়।
×