ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৯৯ খুলি উদ্ধার

প্রকাশিত: ২১:২৬, ১৩ ডিসেম্বর ২০২০

১৯৯ খুলি উদ্ধার

মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের এক দুর্গে এ্যাজটেক সভ্যতার ১৯৯টি খুলি পাওয়া গেছে। মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব এ্যান্থ্রপোলজি এ্যান্ড হিস্ট্রি কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে। তারা ধারণা করছেন দেবতাদের নামে এসব মানব বলি উৎসর্গ করা হতো হুয়েই টমপ্যান্টলি নামের এই দুর্গটিতে। এটিসহ আরও দুটি দুর্গ আবিষ্কার করা হয়েছে যা দেশটির এ্যাজটক শহরের একটি চ্যাপেলের কোনায় অবস্থিত। মূলত ২০১৫ সালে একটি ভবন পুনরুদ্ধারের সময় একটি দুর্গ আবিষ্কার করা হয়। প্রত্নতাত্ত্বিকদের ধারণা দুর্গগুলো ১৪৮৬ থেকে ১৫০২ সালের মধ্যে নির্মিত। -বিবিসি
×