ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে মিছিলে তুলে দেয়া হলো গাড়ি

প্রকাশিত: ২১:২৫, ১৩ ডিসেম্বর ২০২০

নিউইয়র্কে মিছিলে তুলে দেয়া হলো গাড়ি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার বিকেলে ম্যানহাটনে ব্ল্যাক লাইভস ম্যাটার বিক্ষোভ চলছিল। ওই সময় হঠাৎ একটি দ্রুতগতির বিএমডব্লিউ গাড়ি আন্দোলনরতদের ওপর উঠিয়ে দেন নারী চালক। গাড়ির চাপায় বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। পথচারীসহ আন্দোলনকারীরা চারদিকে ছোটাছুটি শুরু করলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এক কৃষ্ণাঙ্গ আন্দোলনকারী জানান, নিউজার্সির বার্গেন কাউন্টি কারাগারের বন্দীরা যে অনশন শুরু করেছেন এর সঙ্গে সংহতি জানাতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়।
×