ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনকে কারাগারে পরিণত করেছে ইসরাইল ॥ সৌদি যুবরাজ

প্রকাশিত: ২১:২৪, ১৩ ডিসেম্বর ২০২০

ফিলিস্তিনকে কারাগারে পরিণত করেছে ইসরাইল ॥ সৌদি যুবরাজ

ইসরাইল নিজ দেশেও বর্ণবাদের প্রাচীর তৈরি করে রেখেছে বলে অভিযোগ করেছে সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান যুবরাজ তুর্কী আল-ফয়সাল। তিনি ইহুদীবাদী ইসরাইলের কঠোর সমালোচনা করে বলেছেন দেশটিতে ইহুদী ছাড়া অন্য ধর্মের অনুসারীরা রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছেন। সম্প্রতি বাহরাইন সম্মেলনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সামনে ইহুদীবাদী দেশটির সমালোচনা করেন সৌদি এ যুবরাজ। খবর টাইমস অব ইসরাইলের। ইসরাইলকে সাম্রাজ্যবাদী, দখলদার ও স্বঘোষিত ইহুদী রাষ্ট্র উল্লেখ করে যুবরাজ তুর্কী আল-ফয়সাল বলেন, গোটা ফিলিস্তিনকে তারা এখন একটি কারাগারে পরিণত করেছে। একের পর এক ফিলিস্তিনী ভূমি দখল করে তারা অবৈধ ইহুদী বসতি নির্মাণ করছে। পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনীদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে। প্রতিবাদ করলেই গুলি করে ফিলিস্তিনীদের হত্যা করছে। তাদের অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না নারী-শিশু এবং বৃদ্ধরাও। এমনকি ইসরাইলী আরবরাও দেশটিতে বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন বলেও তিনি ইহুদীবাদী দেশটির কঠোর সমালোচনা করেন।
×