ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কার্বন নির্গমন ৫৫ শতাংশ হ্রাস করবে ইইউ

প্রকাশিত: ২১:২৩, ১৩ ডিসেম্বর ২০২০

কার্বন নির্গমন ৫৫ শতাংশ হ্রাস করবে ইইউ

জলবায়ু পরিবর্তন রোধে গ্রীন হাউস গ্যাস নির্গমন আরও বেশি কমানোর নতুন লক্ষ্যমাত্রায় পৌঁছতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা একমত হয়েছেন। এবারে ২০৩০ সালের মধ্যে কার্বনডাই অক্সাইড নির্গমন হ্রাসের মাত্রা আগের ৪০% থেকে বাড়িয়ে ৫৫% হ্রাসের লক্ষ্যমাত্রা স্থির করেছেন তারা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট শার্ল মিশেল এতে উচ্ছ্বাস প্রকাশ করে এক টুইটে বলেছেন ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইউরোপ নেতৃত্ব দিচ্ছে’। ব্রাসেলসে বৃহস্পতিবার রাতভর আলোচনার পর শুক্রবার সকালে নেতারা এ সিদ্ধান্তে উপনীত হন। খবর বিবিসি অনলাইনের। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভনডার লিয়েন এক টুইট বার্তায় বলেছেন, ‘২০৩০ সালের মধ্যে ইউরোপ কার্বন নির্গমন ৫৫ শতাংশ কমাবে। এর মধ্য দিয়ে ২০৫০ সাল নাগাদ আমাদের জলবায়ু নিরপেক্ষ হওয়ার পথ সুগম হল। ইইউ জলবায়ু চুক্তির প্রথম বর্ষপূর্তি উদযাপনের এর চেয়ে ভাল উপায় আর হতে পারে না’। জলবায়ু পরিবর্তন রোধে বায়ুমণ্ডলে দূষণ কমানো, বিশেষত, কার্বনডাই অক্সাইড নির্গমন হ্রাসের বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে ইইউ এ নতুন পদক্ষেপ নিল। এর আগে ২০১৬ সালে বিশ্ব উষ্ণায়ন কমাতে সই হয়েছিল প্যারিস জলবায়ু চুক্তি। ওই সময় ফ্রান্সের প্যারিসে এক জলবায়ু সম্মেলনে এই শতকের শেষ নাগাদ বিশ্বে উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রী সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
×