ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভূমি উপ-সহকারী কর্মকর্তার মৃত্যু রহস্য উদ্ঘাটন দাবি

প্রকাশিত: ২১:১৬, ১৩ ডিসেম্বর ২০২০

ভূমি উপ-সহকারী কর্মকর্তার মৃত্যু রহস্য উদ্ঘাটন দাবি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১২ ডিসেম্বর ॥ হাওড় অধ্যুষিত ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ আতিকুর রহমানের (৪৬) মৃত্যু নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে দোষীদের শাস্তি দাবিতে শনিবার দুপুরে জেলা শহরে মানববন্ধন করেছেন এসএসসি ১৯৯০ ব্যাচের শিক্ষার্থী সহপাঠীরা। কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম, নিহতের ছোটভাই সৈয়দ এহসানুল আদিল, কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের হামীম নুফা, কামরুল ইসলাম উজ্জ্বল, ডাঃ মোহাম্মদ মোশাররফ হোসেন খান, এক্সিম ব্যাংক কিশোরগঞ্জ শাখার ম্যানেজার মোহাম্মদ দীদারুল আরেফিন, ইফতেখারুল আলম পারভেজ, কবি আবুল এহসান অপু, সাবেক কাউন্সিলর আফতাব উদ্দিন মিলন, এ্যাডভোকেট সমর কান্তি সরকার, ইটনার যুবলীগ নেতা শহীদুল ইসলাম নান্নু প্রমুখ। বক্তারা বলেন, নিহত আতিকের শরীরের কোন অংশে কাটা, ঘষা লাগার দাগ ছিল না। এছাড়া যে মোটরসাইকেলটি চালাচ্ছিল সেটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ঘটনাস্থল থেকে অনেক দূরে গ্রামের মাটির রাস্তায় দাঁড় করানো অবস্থায় পাওয়া যায়। আর ঘটনাস্থলে যেই মোটরসাইকেলটি পাওয়া গেছে (কিশোরগঞ্জ- হ ১২-৬০১৭) পুরাতন চামটার ওয়াহিদের ছেলে সাইফুলের। চালকের সঙ্গে থাকা শাহ আলম বর্তমানে পলাতক রয়েছে। তারা অভিযোগ করে বলেন, চালক সাইফুল বর্ণিত যে মোটরসাইকেলটি চালাচ্ছিল সেটির মালিক বাদলা ইউনিয়নের রেজাউল করিমের।
×