ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত

প্রকাশিত: ২১:১৩, ১৩ ডিসেম্বর ২০২০

মেহেরপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত

সংবাদদাতা, মেহেরপুর, ১২ ডিসেম্বর ॥ মেহেরপুরের গাংনীতে ট্রাক্টর উল্টে চালক রুহুল আমিন (৪২) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গজারিয়া হেমায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক রুহুল আমিন শিশিরপাড়া গ্রামের ইসারত আলীর ছেলে। স্থানীয়রা জানান, ট্রাক্টর নিয়ে সকালে কাজে বের হয় রুহুল আমিন। হাটবোয়ালিয়া এলাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হেমায়েতপুর এলাকার একটি পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঈশ্বরদীতে মাছ ব্যবসায়ী স্টাফ রিপোর্টার ঈশ্বরদী থেকে জানান, ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত ও আরও ৩ জন আহত হয়েছেন। নিহত মাছ ব্যবসায়ী রুবেল প্রামাণিক (৪০) উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল ক্লাব মোড়ের মৃত আহম্মদ প্রামাণিকের ছেলে। শনিবার বেলা ১১টায় রাজশাহী মেডিক্যালে নেয়ার পথে তিনি মারা যান। জানা যায়, নিহত মাছ ব্যবসায়ী রুবেলসহ অন্যরা প্রতিদিন ভোরে মাছ কিনতে নাটোরের বড়াইগ্রাম রাজাপুর যেতেন। শনিবার ভোরে রাজাপুর থেকে মাছ কিনে টেম্পুযোগে ঈশ্বরদীতে ফেরার পথে দাশুড়িয়া-লালন শাহ সেতু সড়কের মুন্নার মোড় নামক স্থানে পেছন থেকে তুহিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস টেম্পুকে সজোরে ধাক্কা দেয়। এ সময় টেম্পুর চালক দিয়াড় বাঘইল গ্রামের আসাদুল ইসলাম (৪৬), মাছ ব্যবসায়ী রুবেল প্রামাণিক মাছ ব্যবসায়ী পাকশীর রুপপুর বিবিসি বাজার এলাকার সেলিম হোসেন (৪৮) এবং শিশু আনিস (১২) আহত হয়।
×